নতুন কোভিড কতটা ভয়ের? সত্যিটা জেনে নিন চিকিৎসকের কাছ থেকে
credit:TV9
TV9 Bangla
ফের থাবা বসাতে চলেছে কোভিড? দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু দেশ যেমন সিঙ্গাপুর, দক্ষিণ চিন এই সব স্থানে ফের কোভিডে আক্রান্ত হচ্ছে মানুষ। বর্তমান পরস্থিতি কতটা উদ্বেগজনক?
চিকিৎসক কুণাল সরকার জানাচ্ছেন, এটা একপ্রকার RNA ভাইরাস। এঁরা ঘন ঘন নিজের চরিত্র পরিবর্তন করে। কোভিড কোনও দিনই অবলুপ্ত হয়নি।
তবে ভ্যাকসিন এবং ২০২২ সালে আসা ওমিক্রন ভাইরাস এই দুইয়ের প্রভাবে আমাদের শরীরে উন্নত মানের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।
বর্তমানে কোভিডের যে ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা হল JN.1। স্বস্তিকর বিষয় হল এই নতুন ভ্যারিয়েন্ট কোভিড নয় ওমিক্রন ভাইরাসের বংশধর। তাহলে স্বস্তি কোথায়?
কুণাল সরকার জানান, ওমিক্রন অত্যন্ত সংক্রমক, এমন কেউ নেই যার এই রোগ হয়নি। তবে এটির দৌড় গলা অবধি। তার নীচে নয়। তাই জ্বর, গলা ব্যথা হলেও ফুসফুসে সংক্রমণ ছড়ায় না।
তাহলে কি আবার ভ্যাকসিন নিতে হবে? কুণাল সরকার জানাচ্ছেন নতুন ভ্যারিয়েন্টের অনেক বদল রয়েছে। পুরনো কোভিশিল্ড বা কোভ্যাকসিন কার্যকরী নয়। শরীরের সাধারণ রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভরসা রাখতে হবে।
সজাগ থাকাটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এখন যে ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে তা সংক্রমক হলেও ভয়ানক ক্ষতিকারক নয়। তবে সাবধানে থাকতে হবে। রোগ সম্পর্কে খবর রাখতে হবে।
এখনই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। জ্বর হলেই টেস্ট করানোর প্রয়োজন নেই। তবে ডাক্তার দেখান, যদি পরামর্শ দেন তাহলে টেস্ট করতে হবে। সেক্ষেত্রে ক'দিন আইসোলেট থাকলে রোগ ছড়ানোর সুযোগ কম থাকবে।