02 January 2024

ঠাণ্ডা পড়তেই বেড়েছে কোল্ড অ্যালার্জি? রইল ওষুধ

TV9 Bangla

Credit- Pinterest

নতুন বছর পড়তেই জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা। বইছে শীতল বাতাস। এই ধরনের আবহাওয়া বহু রোগের কারণ তা জানেন কি?

শীত পড়তেই বেড়ছে সর্দিকাশির সমস্যা। ঘরে-ঘরে এই সমস্যায় ভুগছেন বাচ্চা থেকে বুড়ো সকলেই। গলা ব্যথার সমস্যাও বেড়েছে ভীষণভাবে।

 মাথা চাড়া দিয়েছে আরও একটি সমস্যা। তা হল কোল্ড অ্যালার্জি। এই সমস্যার যাঁদের আছে, তাঁরাই বুঝবেন এর কষ্টটা।

নাক থেকে জল পড়া থেকে, অনবরত হাচ্চি সহ একাধিক সমস্যা দেখা দেয়। এর সেভাবে কোনও নিরাময় নেই।

অ্যালার্জির ওষুধ খেতে হয়। তাতেও অনেকসময়ই কাজ হয় না। তবে কিছু ঘরোয়া প্রতিকার রয়েছে যাতে কাজ হবে।। কী সেগুলি? জেনে নিন।

কোল্ড অ্যালার্জির সমস্যা থাকলে শরীরকে বেশি করে তরল খাবার দিতে হবে। বিশেষ করে গরম খাবার। তাতে সমস্যা দূর হবে।

চা, কফি, স্যুপ জাতীয় খাবার বেশি করে খান। এতে গলায় আরামও লাগবে আর অ্যালার্জির সমস্যাও মিটবে অনেকটাই।

এ ছাড়া গরম জলে স্নান করার চেষ্টা করুন। তাতে অ্যালার্জির সমস্যা কমে। গরম জলে স্টিম নিলেও দুর্দান্ত কাজ হবে।