শিশুদের ইউডিআই সংক্রমণের হাত থেকে বাঁচাবেন কী করে?
18August 2023
অনেক সময়ই মূত্রনালীতে সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI) দেখা দেয়। সঠিক সময়ে এর চিকিৎসা না করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে
শুধু প্রাপ্ত বয়স্করাই নন, শিশুরাও এই সমস্যায় ভোগে। আর যতদিন যাচ্ছে শিশুদের মধ্যে বাড়ছে এই সমস্যা
ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) অনুসারে, বাচ্চাদের মধ্যে মূত্রনালীর সংক্রমণ হওয়ার প্রধান কারণ হল ব্যাক্টেরিয়া
শরীর থেকে কোনও ব্যাক্টেরিয়া যদি কোনও ভাবে মূত্রনালীতে প্রবেশ করে, তখনই সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়
মলত্যাগ করার পর বাচ্চারা অনেক সময় পেছন থেকে সামনের দিকে মুছে দেয়, তখনই সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়
তাছাড়া, ব্যাকটেরিয়াযুক্ত মল-মূত্রের ছোটো কণাগুলি শিশুর মূত্রনালীতে প্রবেশ করলে, সংক্রমণের ঝুঁকি থেকেই যায়
আবার বাচ্চাকে অনেকক্ষণ ভিজে ডায়াপার পরিয়ে রাখলেও মূত্রনালিতে সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকে যায়
ইউটিআই বা মূত্রনালীর সংক্রমণের সাধারণ লক্ষণগুলি হল - প্রচন্ড জ্বর, বমি, ক্লান্তি, অলসতা, দুর্বলতা, বিরক্তি, ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়া
এ ছাড়াও এই রোগের আরও কয়েকটি লক্ষণ হল - প্রস্রাব করার সময় ব্যথা বা জ্বালা, ঘন ঘন প্রস্রাব হওয়া, বিছানায় প্রস্রাব করে ফেলা, পেটে ব্যথা, প্রস্রাবে দুর্গন্ধ এবং ফেনা হওয়া
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেস (NIDDK) অনুসারে, মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করতে হলে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল ও তরল জাতীয় খাবার খাওয়ান