অনেকেই দাঁতের নানা সমস্যায় ভোগেন। যার মধ্যে অন্যতম হল মাড়ি থেকে রক্তপাতের সমস্যা। অনেকেই এই সমস্যার শিকার
দাঁতের এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন জানা আছে? ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া উপায়ে। কী সেগুলি? জানুন...
লবঙ্গ তেলের ব্যবহার মাড়ির রক্তক্ষরণের ক্ষেত্রে, অন্যতম কার্যকর ঘরোয়া পদ্ধতি। লবঙ্গের তেল মাড়ির প্রদাহ কমাতে সহায়তা করে এবং মাড়ির রক্তক্ষরণ বন্ধ করতেও অত্যন্ত সহায়ক
একটু লবঙ্গের তেল মাড়িতে ঘষুণ অথবা দু-একটি লবঙ্গ চিবিয়ে কিছুক্ষণ মুখে রেখে দিন। ফল হাতেনাতে পাবেনই!
অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে ঔষধি গুণ বর্তমান। এটি মাড়ির প্রদাহ-সহ, রক্তক্ষরণ কমাতেও অত্যন্ত সাহায্য করে
এক টুকরো অ্যালোভেরা নিয়ে মাড়িতে ভালভাবে ম্যাসাজ করুন এবং কিছুক্ষণ রেখে, ভাল করে মুখ ধুয়ে নিন। অ্যালোভেরা যেকোনও ধরনের ছোটোখাটো মাড়ির সমস্যা দূর করতে কার্যকর
মাড়ির রক্তক্ষরণের ক্ষেত্রে, এটি একটি অন্যতম প্রতিকার। লবণে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং জীবাণুনাশক বৈশিষ্ট্য বর্তমান, যা ফোলাভাব কমায়
এছাড়া মাড়ির রক্তক্ষরণ সৃষ্টিকারী সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে এবং মুখ জীবাণুমুক্ত রাখে। ঈষদুষ্ণ জলে সামান্য লবণ মিশিয়ে, দিনে দুই থেকে তিনবার কুলকুচি করুন