HMPVতে আক্রান্ত হলে কী অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত? কী মত চিকিৎসকের?
insomnia 3

06 JAN 2025

HMPVতে আক্রান্ত হলে কী অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত? কী মত চিকিৎসকের?

credit: Getty Images

image

TV9 Bangla

জ্বর না কমলেই কথায় অ্যান্টি বায়োটিক খাওয়ার অভ্যেস রয়েছে অনেকের। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই হুট করে অ্যান্টি বায়োটিক খেয়ে নেন অনেকে। কিন্তু এমন করাটা কী উচিত? HMP ভাইরাস হলেই বা কী ওষুধ খাবেন?

জ্বর না কমলেই কথায় অ্যান্টি বায়োটিক খাওয়ার অভ্যেস রয়েছে অনেকের। এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়াই হুট করে অ্যান্টি বায়োটিক খেয়ে নেন অনেকে। কিন্তু এমন করাটা কী উচিত? HMP ভাইরাস হলেই বা কী ওষুধ খাবেন?

দেশের ইতিমধ্যেই ৩টি HMP ভাইরাসের ঘটনা সামনে এসেছে। তার মধ্যে একটি ঘটনা ধরা পড়েছে কলকাতায়। আপনিও যদি এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে কী ওষুধ খাবেন? জানালেন চিকিৎসক শান্তসবুজ দাস, ডিরেক্টর NIRB।

দেশের ইতিমধ্যেই ৩টি HMP ভাইরাসের ঘটনা সামনে এসেছে। তার মধ্যে একটি ঘটনা ধরা পড়েছে কলকাতায়। আপনিও যদি এই ভাইরাসে আক্রান্ত হন তাহলে কী ওষুধ খাবেন? জানালেন চিকিৎসক শান্তসবুজ দাস, ডিরেক্টর NIRB।  

HMP ভাইরাসে উপসর্গ জ্বর, সর্দি, কাশি হয়। তাই না বুঝেই হুট করে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেন অনেকে। তবে চিকিৎসকের মতে HMP ভাইরাসে অ্যান্টিবায়োটিকের কোনও ভূমিকা নেই।

HMP ভাইরাসে উপসর্গ জ্বর, সর্দি, কাশি হয়। তাই না বুঝেই হুট করে জ্বর হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেন অনেকে। তবে চিকিৎসকের মতে HMP ভাইরাসে অ্যান্টিবায়োটিকের কোনও ভূমিকা নেই।

তাঁর মতে অনেকেই ভাবেন অ্যান্টিবায়োটিক খেলে কোনও ভাল না হলেও খারাপ হবে না। তবে এই ধারণা ভুল, আসলে অনেক ক্ষতি করে।

মনে রাখতে হবে এই রোগ আসলে একপ্রকার ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনও কাজ নেই। তবে যদি এটার উপরে সেকেন্ডারি কোনও ব্যাক্টেরিয়াল ইনফেকশন হয় তখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে।

এই ভাইরাসের ক্ষেত্রে একটি সাধারণ উপসর্গ হল শ্বাসকষ্ট হওয়া। শ্বাসকষ্টের সমস্যা খুব বেশি হলে তা যদি নিউমোনিয়ার মতো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে।

ভাইরাল ইনফেকশনের পর্যায়ে থাকলে জ্বর কমানোর জন্য প্যারাসিটামল, শ্বাসকষ্টের জন্য ইনহেলার দেওয়া যেতে পারে। হাইড্রেট রাখতে কোনও ওষুধ দিতে পারেন।

যদি খুব বাড়াবাড়ি হয়, ইনফেকশন ফুসফুসের নীচে দিকে নেমে যায় সে ক্ষেত্রে ওরাল স্টেরওয়েড দেওয়া যেতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে তবেই স্টেরয়েড খেতে পারেন।