4th June, 2025

সারাদিনের এই সময় আপনার মাথা ব্যথা হয়? ব্রেন টিউমারের লক্ষণ কি না জানুন

TV9 Bangla

Credit -  Freepik

ব্রেন টিউমারের সবচেয়ে সাধারণ লক্ষণ হল মাথা ব্যথা। যা প্রায়শই ধীরে ধীরে বাড়তে থাকে। ব্রেন টিউমারে আক্রান্ত মানুষদের অনেকের তীব্র মাথা ব্যথা হয়।

সেই মাথা ব্যথা একটা সময় সামলানো খুব কঠিন হয়ে পড়ে। যাঁদের ব্রেন টিউমার হয়, তাঁদের ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বেশি মাথা যন্ত্রণা করে।

আসলে মাথাব্যথা ঠিক তখনই হতে পারে, যে সময় একটি টিউমার আশেপাশের সুস্থ কোষগুলির উপর চাপ দেয়। এবং এর ফলে মস্তিষ্কে ফোলাভাব দেখা দেয়।

মস্তিষ্কের টিউমারের কারণে খিঁচুনি হতে পারে। যার ফলে হঠাৎ করে পেশির সংকোচন অনিয়ন্ত্রিত হতে পারে। এই টিউমার একবার হলে, মস্তিষ্কের ভাষা বোঝার ক্ষমতার ক্ষতি হয়।

বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের টিউমারের কারণে অনেকের কথা বলতে সমস্যা হয়। পাশাপাশি কোনও কিছু বুঝতেও অসুবিধা হতে পারে।

মস্তিষ্কের টিউমার ভারসাম্য ও সমন্বয়ের সমস্যা সৃষ্টি করতে পারে। যার ফলে মাথা ঘুরতে পারে। বা আচমকা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

টিউমারের কারণে দৃষ্টি সংক্রান্ত সমস্যা হতে পারে। যেমন - ঝাপসা লাগতে পারে, দৃষ্টিশক্তি হ্রাসও হতে পারে। উল্লেখ্য, দৃষ্টিশক্তির পাশাপাশি ব্রেন টিউমার হলে স্মৃতিশক্তিও হ্রাস হতে পারে।

ব্রেন টিউমার হলে তাড়াতাড়ি শরীর ক্লান্ত হয়ে পড়ে। দুর্বল লাগে। মাথার ভিতর চাপ বাড়ার কারণে অনেক সময় বমি বমি ভাবও লাগে।