01 JUL 2025

দৃষ্টিশক্তি কম দেখা মানেই চোখের সমস্যা নয়, হতে পারে কিডনির জটিল অসুখও! বুঝবেন কীভাবে?  

credit:TV9

TV9 Bangla

চোখ আমাদের শরীর সম্পর্কে অনেক কথাই বলে দিতে পারে।  ডাক্তার দেখাতে গেলেই লক্ষ করবেন চিকিৎসক জিভ এবং চোখ দেখেন। তেমনই আপনার চোখ কিন্তু বলে দিতে পারে কিডনির অবস্থাও। কীভাবে জানেন?

কিডনি রোগ বিশেষজ্ঞরা জানান, অনেক সময় চোখে দেখা দেওয়া কিছু পরিবর্তন উপেক্ষা করা হলেও, তা কিডনির জটিলতার ইঙ্গিত হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে ভুগছেন।

সকালবেলা চোখের চারপাশে স্থায়ী ফোলাভাব দেখা দিলে তা কিডনির মাধ্যমে মূত্রে প্রোটিন বের হওয়ার (Proteinuria)ইঙ্গিত হতে পারে। কিডনির ফিল্টারিং ইউনিট ক্ষতিগ্রস্ত হলে এমনটা হয়। এমন ফোলাভাব পা ফুলে যাওয়ার বা ক্লান্তির মতো অন্যান্য উপসর্গের আগেই দেখা দিতে পারে।

ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপজনিত কিডনি সমস্যার ক্ষেত্রে দৃষ্টিতে ঝাপসাভাব দেখা দিতে পারে। ডায়াবেটিস থেকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, যা চোখের রক্তনালিকে ক্ষতিগ্রস্ত করে উচ্চ রক্তচাপ থেকেও হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হতে পারে, যার ফলেও চোখে অস্পষ্ট দেখা বা দৃষ্টিশক্তি হ্রাস পেতে পারে।

ক্রনিক কিডনি ডিজিজ (CKD)-এ রক্তে বর্জ্য পদার্থ জমা হয়ে যায়—যাকে ইউরেমিয়া বলে। এই অবস্থায় চোখে জল তৈরি কমে যায়। জ্বালাপোড়া হতে পারে। এর ফলে চোখ শুকিয়ে যায়, চোখ চুলকায় বা বালির মতো লাগে। এর পরবর্তী ধাপে কর্নিয়াতে ক্ষতির আশঙ্কা থাকে।

রক্তে ইউরিয়া বেড়ে গেলে চোখের ক্ষুদ্র রক্তনালিতে প্রদাহ তৈরি হতে পারে, ফলে চোখ লাল দেখাতে পারে। এছাড়াও লুপাস বা ভাসকুলাইটিস-এর মতো অটোইমিউন রোগ যেগুলো কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলো থেকেও চোখে ব্যথা, লালভাব বা চোখের চারপাশে ফোলাভাব দেখা দিতে পারে।

দৃষ্টিশক্তি হঠাৎ কমে যেতে পারে। হঠাৎ দৃষ্টি ঝাপসা হওয়া বা সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়া একদম অবহেলা না করার মতো লক্ষণ।

কখনও কখনও চোখই আপনাকে সতর্ক করে কিডনি বা অন্যান্য অভ্যন্তরীণ অসুখ সম্পর্কে। তাই চোখের যে কোনও পরিবর্তন দীর্ঘদিন থাকলে কেবল চক্ষু চিকিৎসক নয়, একজন নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়াও প্রয়োজনীয় হতে পারে।