পুরুষদের স্তন বাড়া মানেই মহাবিপদ! কারণ ব্যাখ্যা বিশেষজ্ঞ চিকিৎসকের
credit:Shutterstock
TV9 Bangla
স্তন নিয়ে সমস্যা কেবল মহিলাদের মধ্যে নয় পুরুষদের মধ্যেও বিদ্যমান। একটু খেয়াল করলে দেখা যায় অনেক সময় পুরুষদের স্তন মহিলাদের মতো বড় হয়ে যায়। এই নিয়ে বন্ধু-বান্ধবের মধ্যে হাসাহাসি বা ঠাট্টা তামাশাও চলে।
যা অনেক সময় সেই পুরষের মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কেন এমনটা হয়? কেউ বলবেন বেশি স্থূল যাঁরা তাঁদের মধ্যে এই সমস্যা দেখা যায়। আসল কারণটা কী? জানালেন চিকিৎসক এস এ মল্লিক। কী বলছেন তিনি?
চিকিৎসক জানান একে বলে 'মেল ব্রেস্ট এনলার্জমেন্ট'। ডাক্তারি নাম 'গাইনোকোম্যাস্টিয়া'। হরমোনের ভারসাম্যহীনতা অর্থাৎ ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরনের ভারসাম্য নষ্ট হলে এমনটা হতে পারে।
তিনি জানাচ্ছেন ইস্ট্রোজেন বেড়ে গেলে এবং টেস্টোটেরন কমে গেলে এই সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা বাচ্চাদের শরীরে দেখা দিতে পারে। যদি মায়ের শরীরে ইস্ট্রোজেন বেশি হয়।
বয়ঃসন্ধিকালে হতে পারে, চিকিৎসক জানান সেটা অবশ্য বেশিরভাগ ক্ষেত্রে ৬মাস-১বছরের মধ্যে সেরে যায়। বয়সকালে যেহেতু টেস্টোস্টেরন কমতে শুরু করলেও এটা হতে পারে। কিছু ওষুধের কারণে এমনটা হতে পারে।
উচ্চ রক্তচাপের ওষুধে থাকা ক্যালসিয়াম ব্রকার, গ্যাসের ওষুধের থাকা সাইমেটিডিন, কেমোথেরাপির কারণে, থাইরয়েড বা অনান্য নানা কারণে এমন হতে পারে। চিকিৎসার জন্য প্রয়োজন কারণ জেনে সঠিক ওষুধ খাওয়া।
নিজে থেকে সেরে গেলে ঠিক আছে। চিকিৎসক জানাচ্ছেন, নাহলে যদি স্তনবৃন্ত থেকে কোনও ধরনের তরল নিঃসরণ হয়, যদি দুটি স্তন অসম ভাবে বাড়ে, দীর্ঘ দিন না কমে, ব্যথা হলে, হঠাৎ করে বাড়তে আরম্ভ করলে, হাত দিলে শক্ত কিছু অনুভূত হলে সতর্ক হওয়া প্রয়োজন।
সেক্ষেত্রে ব্রেস্ট ক্যানসার বা অন্য কোনও সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে দেখে নেওয়া জরুরি। নাহলে কিন্তু বড় বিপদ হতে পারে। দেরী না করে চিকিৎসকের পরামর্শ নিন।