27th June, 2025

মানুষের নতুন ব্লাড গ্রুপ আবিষ্কার, একমাত্র এই মহিলার শরীরেই সেই রক্ত আছে

TV9 Bangla 

Credit - Canva, Freepik, X

মানুষের A, B, AB এবং O গ্রুপের রক্তের কথা সকলেরই জানা। এবার মিলেছে এক নতুন ব্লাড গ্রুপ। এতদিন ৪৭ ধরনের রক্তের গ্রুপ ছিল। তা বেড়ে ৪৮ হল।

এ বার প্রশ্ন এই যে, হঠাৎ কোথা থেকে এল নতুন ব্লাড গ্রুপ? কোথায় মিলল এই আলাদা গ্রুপের রক্ত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

দীর্ঘ ১৫ বছরের গবেষণার ফসল এই নতুন ব্লাড গ্রুপ। যার নাম 'গোয়ান্ডা নেগেটিভ'। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই রক্তের গ্রুপের নাম নিয়ে।

ফ্রান্সের এক ৬৮ বছর বয়সী মহিলার শরীরে মিলেছে এই নতুন রক্তের গ্রুপ। তিনি গুয়াডালুপ দ্বীপের বাসিন্দা। এই দ্বীপ থেকেই ব্লাড গ্রুপটির এমন নামকরণ হয়েছে।

সম্প্রতি ফ্রান্সের জাতীয় রক্ত পরিষেবা ব্যবস্থা এতাব্লিশমঁ ফ্রঁসে দু সাঁ (ইএফএস) জানিয়েছে যে, প্রায় ১৫ বছর আগে ওই ফরাসি মহিলার একটি অস্ত্রোপচার হয়েছিল।

সেই মহিলা তখন প্যারিসে থাকতেন। তখন তাঁর বয়স ছিল ৫৪ বছর। অস্ত্রোপচারের ঠিক আগে নিজের রক্ত পরীক্ষা করিয়েছিলেন। সেই সময় তাঁর আলাদা রক্তের নমুনা হাতে পেয়েছিলেন গবেষকেরা।

বছরের পর বছর ওই রক্ত নিয়ে গবেষণার পর এ বার চূড়ান্ত ফলের কথা জানালেন গবেষকরা। ইএফএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি পৃথিবীর ৪৮তম রক্তের ‘গ্রুপ সিস্টেম’।

৪ জুন মিলানে এই নতুন ব্লাড গ্রুপকে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন (আইএসবিটি)।