27 MAY 2025

ফিরছে করোনা, আবার মৃত্যু ভয়? সুখবর দিলেন বিখ্যাত চিকিৎসক রাজা ধর

credit:Collected

TV9 Bangla

ভারতে ১০০০ গণ্ডি ছাড়িয়ে গিয়েছে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা। চিকিৎসকরা বলছেন এই বারে খেল দেখাচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট  JN.1, LF.7 এবং  NB1.8।

তবে কি আবার ফিরতে চলেছে কোভিডের সেই ভয়ঙ্কর স্মৃতি? ফিরতে চলেছে ঘর বন্দি জীবন? নতুন স্ট্রেন কতটা ভয়ের? কী বলছেন বিখ্যাত পালমোনোলজিস্ট রাজা ধর?

চিকিৎসকের কথায় ভারত জুড়ে সাম্প্রতিকতম যে সব কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে, তাতে আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।

ভয়ের তেমন কারণ না থাকলেও একে আবার অবহেলা করাও উচিত নয়। সতর্কতা বজায় রাখতে হবে। বিশেষ করে যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা কোমর্বিডিটি বেশি তাঁদের সাবধান থাকতেই হবে।

এই মুহূর্তে যে কটি নতুন স্ট্রেনে মানুষ আক্রান্ত হচ্ছেন, তার বেশিরভাগই অত্যন্ত সংক্রমক। অর্থাৎ দ্রুত ছড়িয়ে পড়তে পারে একজন থেকে অন্যজনের শরীরে।

যদিও এই স্ট্রেনগুলি খুব একটা প্রাণনাশী নয়। অর্থাৎ রোগ ছড়ালেও তা মারাত্মক কোনও ক্ষতির কারণ হয়ে দাঁড়ানোর সম্ভাবনা কম।

জ্বর, নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা বা হালকা কাশি সহ আর যা যা উপসর্গ আমাদের অনান্য ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে হয়। এই রোগের ক্ষেত্রেও সেই সব লক্ষণই দেখা যায়।

কঠিন পরিস্থিতিতে নিজেকে সুস্থ রাখতে হলে সতর্ক থাকুন। নূন্যতম স্বাস্থ্যবিধি মেনে চলুন। রাস্তায় মাস্ক ব্যবহার, স্যানেটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেওয়ার মতো নিয়ম মেনে চললেই জয়ী হওয়া যাবে এই যুদ্ধে।