৫০ বছরের রহস্যের উন্মোচন, খোঁজ মিলেছে নয়া ব্লাড গ্রুপের
Credit - X, META AI
TV9 Bangla
ফের একবার বিজ্ঞানীদের সাফল্য। গবেষকরা পেয়েছেন এক নতুন ব্লাড গ্রুপের খোঁজ। যার ফলে ৫০ বছরের পুরনো রহস্যের সমাধান হয়েছে।
এনএইচএস ব্লাড অ্যান্ড ট্র্যান্সপ্ল্যান্ট ও ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের যৌথ দল গবেষণার মাধ্যমে নতুন ব্লাড গ্রুপটি খুঁজে বের করেন।
ওই নতুন ব্লাড গ্রুপের নাম হল 'MAL'। এর সূত্র জড়িয়ে AnWj অ্যান্টিজেনের সঙ্গে। ১৯৭২ সালে ওই অ্যান্টিজেনের আবিষ্কার হয়।
বিজ্ঞানীরা নয়া ব্লাড গ্রুপ আবিষ্কারের পাশাপাশি একটি নতুন জেনেটিক পরীক্ষা পদ্ধতি গড়ে তুলেছেন। এই পদ্ধতি প্রয়োগ করলে সেই সব রোগীকে সহজে শনাক্ত করা যায়, যাঁদের শরীরে AnWj অ্যান্টিজেন থাকে না।
এই ব্লাড গ্রুপের সাহায্যে সমস্ত বিরল গোত্রের রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থার আয়োজন করা সম্ভব হয়। তেমনই সেই রোগীদের জন্য যোগ্য ব্লাড ডোনারের সন্ধান সহজে করা যায়।
৯৯.৯% এরও বেশি মানুষের AnWj অ্যান্টিজেন রয়েছে। কারণ তাঁরা তাদের লোহিত রক্তকণিকায় পূর্ণ-দৈর্ঘ্যের এমএএল প্রোটিন তৈরি করে।
অন্যদিকে AnWj-নেগেটিভ ব্যক্তিদের MAL জিন প্রায় না থাকার কারণে প্রোটিনের অভাব হয়। সমীক্ষায় দেখা গিয়েছে যাঁরা AnWj-নেগেটিভ, তাঁদের নানা স্বাস্থ্য সমস্যা রয়েছে।
MAL ব্লাড গ্রুপ সিস্টেমের আবিষ্কার বিরল রক্তের গ্রুপের রোগীদের যত্নের উন্নতির জন্য একটি বড় ধাপ বলে ধরা হচ্ছে।