চায়ের নেশা বাঙালির বরাবর

সকাল, বিকেল, রাতে চা পেলে আর কিচ্ছু লাগে না তাঁদের

তবে জানেন কি অতিরিক্ত চা খেলেই হতে পারে বিপদ

বেশি চা খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে

চায়ে ট্যানিন থাকে যা বেশি খেলে দুশ্চিন্তা বাড়ে

অতিরিক্ত চা খেলে  অন্ত্রে অ্যাসিডের উৎপাদন বাড়ে

ফলে বুকজ্বালার সমস্যা হয়

 চায়ে থাকা থিওফাইলিন নামের রাসায়নিক পরিপাকের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয়

অনেকেই আবার দাবি করে থাকেন যে অতিরিক্ত মাত্রায় চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যান্সার বা মূত্রথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়