27 January 2024

বাঁচতে চাইলে আজই ত্যাগ করুন প্লাস্টিকের বোতল

credit: Pinterest

TV9 Bangla

সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে জল পান করা উচিত। জল অবশ্যই পান করতে হবে তবে কী পাত্রে জল পান করছেন সেটাও কিন্তু সমানভাবে জরুরি।

কারণ নইলে হীতে বিপরীত হতে পারে। কারণ অনেকেই প্লাস্টিকের বোতলে জল পান করেন। যা শরীরে জন্য মারাত্মক ক্ষতিকারক। বিশেষজ্ঞরা এই প্লাস্টিকের বোতল ত্যাগ করার পরামর্শ দিয়ে থাকেন। এই আবহে জেনে নিন প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরের কী-কী ক্ষতি হয়।

প্লাস্টিকে Biphenyl-A নামের একটি উপাদান থাকে। সেটি গরমে জলের সঙ্গে দ্রুত গতিতে মেশে। অন্যান্য আবহাওয়াতেই এটি শরীরে মিশে যেতে পারে।

এটি শরীরে গেলে ডায়াবিটিস, মেদ, বন্ধ্যত্ব, মানসিক জটিলতার মতো নানা সমস্যা দেখা দেয়। যা ধীরে-ধীরে শরীরকে শেষ করে দিতে থাকে।  

এই প্রত্যক্ষ প্রভাবের পাশাপাশি পরোক্ষ প্রভাবও রয়েছে। প্লাস্টিকের বোতলে জল ভরে রাখলে, জলে যে সব রাসায়নিক মেশে সেগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে থাকে।

আর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মানে বিভিন্ন অসুখের আশঙ্কা বাড়া। তাই অবিলম্বে প্লাস্টিকের বোতল ত্যাগ করা উচিত।

প্লাস্টিকের বোতলে থ্যালেট নামে আরও একটি উপাদান থাকে। এটিও বোতলে রাখা জলের সঙ্গে মেশে। এটি লিভার ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

 এ ছাড়া এর ফলে পুরুষের নানা যৌন সমস্যাও দেখা দিতে থাকে। প্লাস্টিকের বোতলে জল খেলে পুরুষদের স্পার্ম কাউন্ট কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।