21 January 2024

পকেটে ফোন রাখেন? হতে পারে ক্যানসার

credit: Pinterest

TV9 Bangla

আজকাল স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত চলে না মানুষের। জীবনটাই যেন ওই মুঠোফোনে বন্দি। তাই সাধের ফোনকে এক বিন্দু হাতছাড়া করতে চান না তাঁরা।

তাই সারাক্ষণ ফোনটা নয় হাতে কিংবা পকেটে রেখে দেন তাঁরা। আর এতেই বাড়ে বিপদ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এতে মানুষের শরীরে মারাত্মক ক্ষতি হয়।

বেশিরভাগ মানুষই স্মার্টফোন তাঁদের প্যান্টের বাম বা ডান পকেটে রাখেন। আর ফোনে এক ধরনের রেডিয়ো নেটওয়ার্ক থাকে। যা থেকে বিকিরিত হয়।

 ফোন থেকে এক ধরেনর রেডিয়েশন বের হয়। যা ডিএনে গঠনে হস্তক্ষেপ করে। এতে ডিএনে গঠনে পরিবর্তন আসে। যা ক্ষতিকর।

এ ছাড়া এতে পুরুষদের বাবা হওয়ার স্বপ্ন ভেঙে যেতে পারে। কারণ এই ক্ষতিকারক রেডিয়েশন পুরুষত্ব কমিয়ে দেয় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।

এখানেই শেষ নয়, ফোন থেকে যে রেডিয়েশন বের হয় তা ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তাই পকেটে ফোন রাখার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।

খুব প্রয়োজন না হলে পকেটে ফোন রাখবেন না। হাতে রাখতে পারেন। প্রয়োজনে ব্যাগে ফোন রাখুন। কিন্তু পকেটে একেবারেই নয়। তাতে বিপদ বাড়বে।

এ ছাড়া ঘুমনোর সময় অনেকেই মাথার কাছে ফোন রাখেন। এটি একেবারেই করা চলবে না। এতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে ও শরীরের ক্ষতি তো হবেই।