নিয়মিত স্নান না করার বদঅভ্যাস অনেকেরই আছে

আর একটু বৃষ্টি পড়লেই স্নানে ইতি টেনে দেন তাঁরা

আর এতেই ক্ষতি হয় শরীরের

মানুষের ত্বকের কোষে হাজার-হাজার জীবাণু বাসা বাঁধে

এছাড়া বর্ষায় স্নান না করলে ত্বকে মৃতকোষ জমা হয়

যার প্রভাব পড়ে ত্বকের উপর

বাড়ে সংক্রামক রোগের ঝুঁকিও

এছাড়া স্নান না করলে গায়ে দুর্গন্ধের সমস্যা তো হয়ই

তাই সুস্থ থাকতে রোজ স্নান করুন