23 MAY 2025

ক্যানসারের থেকেও ভয়ঙ্কর ক্ষতি করে সিগারেট! জানেন কী?  

credit:TV9

TV9 Bangla

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যানসার হয়। টিভি, সিনেমা সব জায়গা থেকে আজ এই বিষয়টি আমাদের প্রায় সকলের জানা। কিন্তু সিগারেট খেলে কিন্তু শুধু ক্যানসার হয় না।

বরং নিয়মিত সিগারেট সেবন, ক্যানসারের থেকেও ভয়ঙ্কর ক্ষতি করে আপনার শরীরে। জানেন সেটা কী? সিগারেট খেলে কী কী প্রভাব পড়ে স্বাস্থ্যে।

চিকিৎসকরা জানাচ্ছেন, আজকাল বেশিরভাগ লোকের জীবনধারা অত্যন্ত খারাপ এবং হানিকারক। উলটো পালটা খাওয়া দাওয়া করা, ভুল সময়ে খাবার খাওয়া এই সবের প্রভাব পড়ে আমাদের শরীরে।

যার ফলে ট্রাই গ্লিসারইড বা খারাপ কোলেস্টেলের মতো উপাদান বাড়তে থাকে আমাদের শরীরে। খারাপ কোলেস্টেরল বা এলডিএল বাড়লে তা আমাদের রক্তনালীগুলিতে জড়ো হয়ে তাকে সরু করে দেয়।

ব্যহত হয় রক্ত চলাচল। যার ফলে হার্ট অ্যাটাক সহ অনান্য রোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসকরা জানাচ্ছেন আমাদের প্রত্যেকের শরীরে এমন একটি রক্তনালী আছে যার মাধ্যমে হার্টে রক্ত পৌঁছায়।

খারাপ কোলেস্টেরলের ফলে এই পাইপে নোংরা জমতে থাকে। তার উপর সিগারেট খেলে ওই পাইপকে তা আরও সরু করে দেয়।

যার ফলে রক্ত চলাচলের রাস্তা প্রায় বন্ধ হয়ে যায় বললেই চলে। হার্ট যদি রক্ত না পায় তাহলে স্বাভাবিক ভাবেই তা পাম্প করতে পারে না।

এই ঘটনাকেই বলা হয় হার্ট অ্যাটাক। অর্থাৎ সিগারেট সেবন কেবল ক্যানসারের ঝুঁকি বাড়ায় না। হার্ট অ্যাটাকের ভয় কয়েক গুণ বাড়িয়ে তোলে।