04 February 2024

লিভার ক্যানসারের ঝুঁকি কমাবেন কীভাবে?

credit: Pinterest

TV9 Bangla

 বর্তমানে ঘরে-ঘরে দেখা যাচ্ছে ক্যানসার। স্তন ক্যানসার, ফুসফুস ক্যানসার, প্রস্টেট ক্যানসার, কোলন ক্যানসারের মতো লিভার ক্যানসারও বেড়ে চলেছে লাফিয়ে-লাফিয়ে।

লিভার ক্যানসার হল লিভারের কোষে ক্যানসার কোষ বৃদ্ধি পাওয়া। লিভারের বিভিন্ন ধরনের ক্যানসার হতে পারে। তবে লিভারের ক্যানসারের সবচেয়ে সাধারণ ধরন হল হেপাটোসেলুলার কার্সিনোমো, যা লিভার কোষে (হেপাটোসাইট) ক্যানসার শুরু হয়।

আরও রয়েছে, যেমন যেমন ইন্ট্রাহেপ্যাটিক কোলাঞ্জিওকার্সিনোমা এবং হেপাটোব্লাস্টোমা। তবে এগুলি অনেক প্রকোপ রয়েছে। সম্প্রতি রিপোর্ট বলছে, ভারতে বাড়ছে লিভার ক্যানসার।

কীভাবে প্রতিরোধ করবেন এই ক্যানসার জানা আছে? নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যকর খাদ্যাভাস, সীমিত অ্যালকোহল পান করা ও স্বাস্থ্যকর জীবনযাপন করলে ক্যানসার রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

হেপাটাইটিস বি ইনফেকশনকে উপেক্ষা করলে সিরোসিস, লিভার ফেইলিওর ও ক্যানসার হতে পারে। হেপাটাইটিস বি টিকা শিশু ও প্রাপ্ত বয়স্কেদের জন্য বাধ্যতামূলক করা উচিত। যদি হেপাটাইটিস বি ও সি সংক্রমণের প্রবণতা থাকে, তাহলে স্ক্রিনিং পরীক্ষা অবশ্যই করুন ।

 দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি থাকলে অ্যান্টিভাইরাল থেরাপির কোনও বিকল্প উপায় নেই। এতে লিভার ক্যানসারের প্রবণতা কমায়। হেপাটাইটিস সি-এর কোনও ভ্যাকসিন না থাকলেও সঠিক চিকিত্‍সা বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসকে নির্মূল করে।

জানা গিয়েছে, অতিরিক্ত অ্যালকোহল পান করলে সিরোসিসের লক্ষণ দেখা যায়। যার ফলে লিভার ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়। লিভার ক্যানসার প্রতিরোধ করার জন্য যতটা সম্ভব মদ্যপান করা বা পরিমিত পরিমাণে অ্যালকোহল এড়িয়ে যাওয়া উচিত।

অ্যালকোহলের পাশাপাশি ধূমপান করাও লিভার ক্য়ানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এই ধরনের অভ্যাস ত্যাগ করতে হবে অবিলম্বে, তাহলেই সুস্থ থাকবেন।