24 JUN 2025

উপসর্গ একই, জ্বর হলে ডেঙ্গি না কোভিড, বুঝবেন কী ভাবে?  

credit:Getty Images

TV9 Bangla

বর্তমানে যা পরিস্থিতি আচমকা জ্বর হলে অনেকেই চিন্তায় পড়ে যান। কোভিড নাকি ডেঙ্গি? উভয়ের প্রাথমিক লক্ষণ প্রায় একই। তবে আছে কিছু সূক্ষ্ম পার্থক্য। যা দেখে প্রাথমিকভাবে ধারণা করতে পারেন। কীভাবে বুঝবেন আপনার জ্বর কোভিড নাকি ডেঙ্গি?

জ্বরের ধরন - ডেঙ্গি হলে আচমকা ১০২-১০৫ ডিগ্রি ফারেনহাইট জ্বর হতে পারে। শরীরে কাঁপুনি জ্বরের সঙ্গে ঘাম কম থাকে। কোভিডে জ্বর তুলনামূলকভাবে ধীরে আসে  ২-৩ দিন পর্যন্ত ৯৯-১০২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকতে পারে। মাঝে মাঝে শরীরে ঘামও হতে পারে।

ডেঙ্গি হলে তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথা, পেশি ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা হয়। আবার কোভিডের ক্ষেত্রে সারা শরীরে ব্যথা, দুর্বলতা, ক্লান্তি হয় ঠিকই তবে তা সাধারণত ডেঙ্গির মতো তীব্র নয়।

ডেঙ্গির ক্ষেত্রে অনেক সময় শরীরে র‍্যাশ, লালচে দাগ বা চামড়ায় ফুসকুড়ি দেখা যায়। অন্য দিকে কোভিডে কিছু ক্ষেত্রে হালকা চুলকানি বা ত্বকে র‍্যাশ দেখা দিলেও তা খুব একটা সাধারণ নয়।

কোভিডে আক্রান্ত হলে সর্দি, কাশি, গলা ব্যথা, শুকনো কাশি, এমনকি শ্বাসকষ্ট হওয়াটা মূল লক্ষণ। বিশেষ করে ফুসফুসের সংক্রমণ দেখা দিতে পারে। যদিও ডেঙ্গিতে খুব বাড়াবাড়ি না হলে সাধারণত শ্বাসকষ্ট বা কাশি থাকে না।

ডেঙ্গির রোগীদের মধ্যে বমি ভাব, বমি, কখনও কখনও ডায়রিয়াও দেখা দিতে পারে। উলটো দিকে কোভিড হলে হজমের সমস্যা, বিশেষ করে ডায়রিয়া বা পেটের অস্বস্তি দেখা দেয়।

ডেঙ্গি হলেই সবচেয়ে বড় ভয় হুট করে প্লেটলেট কমে যাওয়া। তাই প্রতিদিন বা একদিন অন্তর টেস্ট করা প্রয়োজন। কোভিডের ক্ষেত্রে প্লেটলেট কমা খুব সাধারণ নয়। তবে জটিলতায় কমতেও পারে।

দুই রোগের উপসর্গ মিলে যেতে পারে, তাই RT-PCR (কোভিড) ও NS1 বা ডেঙ্গি টেস্ট (ডেঙ্গি) করানো ছাড়া সঠিক নির্ণয় সম্ভব নয়। জ্বর হলে বা অন্য কোনও উপসর্গ দেখা দিলে নিজে ডাক্তারি না করে চিকিৎসকের পরামর্শ নিন।