বর্ষায় রকমারি রোগ লেগেই থাকে। বিশেষ করে জল ও খাবার থেকে নানা রকম রোগ হয়
প্রায়ই পেটের সমস্যায় ভোগেন অনেকে। এ ছাড়া জ্বর, সর্দি, কাশি তো হয়ই
লেবু-হলুদের পানীয় বর্ষাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে দারুণ কার্যকর
এই পানীয় প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে
টক্সিন দূর করে শরীর সুস্থ রাখে
এতে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণও রয়েছে।
যা ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ভাইরাস সংক্রমণ রোধ করে
এক গ্লাস গরম জলে অর্ধেক লেবুর রস মেশান
এবং আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করুন
বর্ষায় কাছে ঘেঁষবে না কোনও রোগ-ভোগ