শিশুদের জন্য স্তন্যপান সবচেয়ে জরুরি

মাতৃদুগ্ধের মত পুষ্টি আর কোনও খাবারের মধ্যে নেই

নবজাতকের পুষ্টি, বৃদ্ধির জন্য প্রয়োজন মাতৃদুগ্ধের

অনেক সময়ই সন্তানের জন্মের পর পর মায়েদের দুধ ঠিকমতো তৈরি হয় না

অনেক মা আবার ব্রেস্টফিড করাতেও চান না

তবে স্তন্যপান করাচ্ছেন যে সব মা তাঁদের কিছু নিয়ম মানতেই হবে

নইলে নিজের আর সন্তানের উভয়েরই ক্ষতি হবে

যতদিন স্তন্যপান করাবেন ততদিন পর্যন্ত মায়েরা কফি একেবারেই খাবেন না

মদ্যপান, ধূমপান একেবারে বন্ধ করে দিতে হবে