21 JUL 2025

ভুল পথে কান পরিষ্কার করতে গিয়ে হারাতে পারেন শ্রবণশক্তি! সঠিক উপায়টা কী?  

Credits:, Getty Images

TV9 Bangla

কানে যে ময়লা জমা খুব সাধারণ বিষয়। কারও কানে হলুদ চ্যাটচ্যাটে আবার কারও কানে সাদা খোলের মতো শুষ্ক ময়লা জমে। যা পরিষ্কার না করলে কানে ব্যথা হওয়া থেকে শুরু করে আরও নানা সমস্যা হতে পারে।

যদিও বিশেষজ্ঞদের কেউ কেউ বলেন 'ইয়ার ওয়াক্স' আসলে শরীরের একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। এই মোম জাতীয় পদার্থ ধুলো, জীবাণু এবং পোকামাকড় থেকে কানের অভ্যন্তরভাগকে রক্ষা করে এবং ত্বককে আর্দ্র রাখে।

তাই বলে সেই নোংরা দিনের পর দিন জমতে থাকলেও বিপদ। এবার সেই নোংরা কেউ বাডস দিয়ে কেউ আবার কানখুশকি, দেশলাই কাঠি দিয়েও পরিষ্কার করতে যান। আর তাতেই বাঁধে বিপত্তি। কীভাবে পরিষ্কার করা উচিত?

সাধারণত কানের বাইরের অংশ একটি নরম কাপড় বা তুলোয় সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে আলতো করে মুছে নেওয়াই যথেষ্ট। মনে রাখবেন আমাদের সব অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে কানই একমাত্র অঙ্গ যার নিজের নিজেকে পরিষ্কার করার ক্ষমতা আছে।  

কান নিজেই ওয়াক্সকে ধীরে ধীরে বাইরের দিকে ঠেলে দেয়। কানের গভীরে কিছু ঢোকানো উচিত নয়। যদি ময়লা বেশি জমে কানে শুনতে সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওয়্যাক্স সফ্টেনার বা ইয়ার সিরিঞ্জিং করানো যেতে পারে।

মনে রাখবেন কানের ভেতরের ত্বক খুবই স্পর্শকাতর। বাডস বা পিন দিয়ে খোঁচালে ত্বক ছিঁড়ে গিয়ে ইনফেকশন হতে পারে। ব্যথা, রক্তপাত এমনকি পুঁজও হতে পারে। তুলোর বাডস দিয়ে বেশি গভীরে খোঁচালে কানের পর্দা (ইয়ার ড্রাম) ফুটো হয়ে যেতে পারে। এতে সাময়িক বা স্থায়ীভাবে শ্রবণক্ষমতায় প্রভাব পড়তে পারে।

বেশি খোঁচালে অনেক সময় ময়লা ভেতরের দিকে চলে যায়। ফলে কানে বন্ধ হয়ে গেছে বলেও মনে হয়। যন্ত্রণা হতে পারে। অতিরিক্ত খোঁচাখুঁচি কানের ত্বক শুকিয়ে গিয়ে চুলকানি, খুশকি বা ক্র্যাকের সৃষ্টি করতে পারে।

মনে রাখবেন, কানের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনই সচেতনতাও প্রয়োজন। অকারণে কানে কিছু ঢোকানো এড়িয়ে চলুন এবং সমস্যা হলে ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিন।