13 July 2024

অন্তঃসত্ত্বারা ভুলেও খাবেন না এই ওষুধ! খেলেই বিপদ বাড়বে

TV9 Bangla

অন্তঃসত্ত্বার সময়কাল প্রত্যেক মহিলার জীবনে এক গুরুত্বপূর্ণ সময়কাল। নিজের শরীরের পাশাপাশির উদরস্থ প্রাণের যত্ন নিতে হয়ে এ সময়।

বর্তমান সময়ে বিভিন্ন রোগে ভোগা মহিলাদের প্রেগন্যান্সির সময় অনেক জটিলতা তৈরি হয়। তার জেরে অনেক রকম ওষুধ খেতেও হয় অনেককে।

কিন্তু গর্ভাবস্থায় কিছু ওষুধ অন্তঃসত্ত্বা মহিলার শরীরের অন্য ঝুঁকি তৈরি করে। সেই ধরনের ওষুধ গর্ভাবস্থায় খেলে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনাও থাকে।

সম্প্রতি সে রমকই একটি ওষুধের বিষয়ে জেনেছেন গবেষকরা। জামা সাইক্রিয়াট্রি জার্নালে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই জার্নালে বেঞ্জোডিয়াজেপাইন নামের একটি ওষুধ গর্ভাবস্থায় ঝুঁকি তৈরি করে বলে উল্লেখ করা হয়েছে।

সিডেটিভ ড্রাগ হিসাবে পরিচিত এই ওষুধ মস্তিষ্ককে শান্ত করে ঘুম ভালো হতে সাহায্য করে। অবসাদের বিরুদ্ধেও কাজ করে এই ওষুধ।

কিন্তু তাইওয়ানের গবেষকদল সম্প্রতি দেখেছেন, অন্তঃসত্ত্বাকালে এই ওষুধ খেলে গর্ভপাত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই ওষুধ ব্যবহারে গর্ভপাতের ঝুঁকি ৩৯ শতাংশ বেড়ে যায়।

এই ওষুধ ব্যবহার হওয়ায় গর্ভপাতের হার ৪.৪ শতাংশ বলে ওই জার্নালে উল্লেখিত হয়েছে। তাই গর্ভবস্থায় এই ওষুধ না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন ওই গবেষকদল।