অ্যান্টি ইমফ্ল্যামেটরি গুণও রয়েছে বেদানার রসে। শরীরের যে কোনও রকমের প্রদাহ নিরাময়ে সাহায্য করে এই ফলের রস।
হজমের ক্ষেত্রেও ভূমিকা রয়েছে বেদানার রসের। হজম ক্ষমতা বাড়িয়ে পেটের সমস্যা কমায় এই ফলের রস।
ক্যানসার প্রতিরোধী গুণ রয়েছে বেদানার রসের। অ্যান্টি ক্যানসার সাবস্টেন্ট এতে থাকার জন্যই ক্যানসারের বিরুদ্ধে তা লড়তে সক্ষম। স্তন এবং প্রস্টেট ক্যানসার রুখতে তা সাহায্য করে।
অস্থি এবং অস্থিসন্ধিকে ভালো রাখে বেদানার রস। এই রস নিয়মিত খেলে হাড় হয় মজবুত। বাত বা গাঁটে ব্যথার থেকেও আরাম দেয় এই ফলের রস।