24 MAY 2025

ফের হানা কোভিডের, মুম্বইতে মৃত ২! কোন লক্ষণ দেখলে সাবধান?

credit:TV9

TV9 Bangla

ফের থাবা বসাতে শুরু করেছে কোভিড। ইতিমধ্যেই ভারতে বহু জনের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে যেমন হংকং, চিনের দক্ষিণ অংশে, সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়েছে এই রোগ।

লকডাউন, আলাদা ঘরে আইসোলেটেড থাকা, স্বাদ-গন্ধের অনুভূতি চলে যাওয়া, প্রিয় মানুষদের হারানো, হাহাকার সেই সব ছবি মনে পড়লেই যেন ভারী হয়ে আসে মনটা।

আবারও কোভিডে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসায়, সিঁদুরে মেঘ দেখছে তাই অনেকেই। তবে এই বারে যে কোভিড রোগে আক্রান্তের খবর সামনে আসছে তা আগেরবারের থেকে খানিকটা আলাদা। কী কী লক্ষণ দেখা যাচ্ছে?

প্রখ্যাত চিকিৎসক কুণাল সরকার নিজের ইউটিউবে চ্যানেলে এই নিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছেনই? তাঁর বক্তব্য অনুসারে নতুন এই কোভিড আসলে ২০২২ সালে আসা ওমিক্রন ভাইরাসের একটি বংশধর।

বর্তমানে যে সব কোভিডে আক্রান্তের ঘটনা আসছে সেটি আসলে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট JN.1। মনে রাখতে হবে ভাইরাসের বৈশিষ্ট্য হল এঁরা প্রতি মুহূর্তে নিজেদের পরিবর্তন করে। নতুন নতুন স্ট্রেন তৈরি করে।

হালকা জ্বর, গলা ব্যথা, অস্বস্তি, দুর্বল লাগা এই সব কিন্তু নতুন JN.1 ভ্যারিয়েন্টের লক্ষণ। যদিও চিকিৎসকের দাবি ওমিক্রন ভাইরাসটির ক্ষতিকর প্রভাব কোভিডের চেয়ে কিছুটা কম।

অত্যন্ত সংক্রমক এই রোগ। কোভিডের কয়েকগুণ বেশি গতিতে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু এর প্রভাব সীমিত থাকে গলা অবধি। মানে জ্বর, গলায় ব্যথা বা দুর্বল হয়ে পড়লেও এটি কোভিডের মতো ফুসফুসকে বাজে ভাবে সংক্রমিত করে না।

তবে এটি শুনে আনন্দিত হওয়ার কিছু নেই। ইতিমধ্যেই মুম্বইতে ২ জনের মৃত্যু হয়েছে। কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালে আছে কোভিডের রোগী। তাই সুস্থ থাকতে হলে সাবধান থাকুন। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করুন।