15th June, 2025

পরিপাকতন্ত্রের সংক্রমণে ICU-তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কেন হয় এই রোগ?

TV9 Bangla

Credit -  Freepik, Canva, X

দুনিয়ায় কত মানুষের কত শত রোগ হয়। কিছু কিছু রোগ অনেকের জানা। কিছু রোগ একেবারেই অজানা। সাধারণ মানুষ নামও শোনেননি এমন অনেক রোগ রয়েছে।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তেমন এক রোগে আক্রান্ত হয়েছেন। পরিপাকতন্ত্রের সংক্রমণের কারণে বর্তমানে আইসিইউয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গিয়েছে যে, শনিবার নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন। তাঁর তলপেটে ব্যথা হয়। বমিও হচ্ছিল। এরপরই তাঁকে আলিপুরের হাসপাতালে আনা হয়।

এই রোগের বা অবস্থাকে ডাক্তারি পরিভাষায় বলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল (জিআই) সেপসিস। তা হল এমন এক ধরনের শারীরিক পরিস্থিতি যেটি আসলে পরিপাকতন্ত্রে সংক্রমণ থেকে তৈরি হয়।

পরিপাকতন্ত্রের সংক্রমণের এই অবস্থার ফলে কোনও ব্যক্তির অবস্থা সঙ্কটজনক পর্যায়েও যেতে পারে। সহজ করে বললে, এটি একটি গুরুতর, সিস্টেমিক অসুস্থতা।

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস একখানা গুরুতর অবস্থা। এতে তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। তা না করা হলে অঙ্গ বিকল হতে পারে এবং মৃত্যুরও হতে পারে।

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসের লক্ষণগুলি হল- জ্বর, ঠান্ডা লাগা, দ্রুত হৃদস্পন্দন, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, বমি বমি ভাব ও বমি হওয়া, ডায়রিয়া, দুর্বলতা, মানসিক অবস্থার পরিবর্তন হওয়া।

এই সংক্রমণের কারণ অনেক কিছু হতে পারে। তার মধ্যে অন্যতম হল -পরিপাকতন্ত্রের ছিদ্র বা ঘা, পেপটিক আলসার বা অন্ত্রের ছিদ্র, সেপ্টিসেমিয়া, আলসারেটিভ কোলাইটিস, গ্যাস্ট্রোএন্টেরাইটিসের মতো রোগ।