ভেষজ চা হিসেবে চুমুক দিন অপরাজিতা ফুলের চায়ে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে বেশ জনপ্রিয় অপরাজিতা ফুলের চা।

অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ হয় এই ভেষজ চা। কমায় অক্সিডেটিভ চাপ।

অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ রয়েছে অপরাজিতা ফুলের চায়ের মধ্যে।

সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে অপরাজিতা ফুলের চা।

নিয়ম করে অপরাজিতা ফুলের চায়ে চুমুক দিলে মিলবে হাজারো স্বাস্থ্য উপকারিতা।

হজম সংক্রান্ত সমস্যা দূর করে দিতে পারে অপরাজিতা ফুলের চা।

রক্তে শর্করার মাত্রাকেও বশে রাখে অপরাজিতা ফুলের চা।

যাঁরা ওজন কমাতে চান, তাঁরাও চুমুক দিতে পারেন এই ভেষজ চায়ে।