যতদিন যাচ্ছে বাড়ছে ক্যানসার। আর ক্যানসারের মধ্য়ে যা ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে তা হল ফুসফুসের ক্যানসার
গোটা বিশ্ব জুড়ে বহু মানুষ আজ এই ক্যানসারের শিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ২০২০ সালে ১৮ লক্ষ মানুষ এই ক্যানসারে মারা গিয়েছেন
ফুসফুসের ক্যানসার মূলত দুই প্রকার ছোট কোষের ফুসফসুস ক্যানসার ও বড় কোষের ফুসফুস ক্যানসার। এর মধ্যে রয়েছে অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস, সেল কার্সিনোমা এবং বড় কোষ
যাঁরা বেশি ধূমপান করেন তাঁদের মধ্যে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি
ফুসফুসের ক্যানসারের কিছু সাধারণ লক্ষণ রয়েছে যা দেখে আপনিও এটি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। কী সেগুলি? দেখে নেওয়া যাক...
যতদিন যাচ্ছে বাড়ছে ক্যানসার। আর ক্যানসারের মধ্য়ে যা ক্রমে ভয়াবহ আকার ধারণ করছে তা হল ফুসফুসের ক্যানসার
এতে দীর্ঘ সময় ধরে কাশি হয়। সেই সঙ্গেই বুকে ব্যথা, নিঃশ্বাসের দুর্বলতা, কাশির সঙ্গে রক্তপাত, মাতা ব্যথার মত সমস্যা হতে পারে
এছাড়া অনেকের আবার ক্লান্তিবোধ বা ক্ষুধামান্দ্যর সমস্যাও দেখা দেয়। এই রোগে আক্রান্ত হওয়ার প্রধান কারণগুলি কী-কী?
এর অন্যতম প্রধার কারণ হল ধূমপান। এছাড়া রয়েছে দূষিত বাতাস, তাপমাত্রার তারতম্য,দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত সমস্যা ইত্যাদি
আবার অনেকসময়ই জেনেটিক কারণেও ফুসফুসে বাসা বাঁধতে পারে ক্যানসার। তাই পরিবারের ইতিহাসে ফুসফুসের ক্যানসারের ঘটনা রয়েছে কি না তা জেনে নিতে হবে