প্রথম চিকেনের ব্রেস্টের পিস নিয়ে গ্রিলড করে নিন।

এরপর গ্রিলড করা চিকেনটা টুকরো টুকরো করে কেটে নিন।

এরপর এতে লেটুস পাতা, বাঁধাকপির পাতা, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে দিন।

উপর দিয়ে ছড়িয়ে দিন স্বাদমতো নুন, চিলি ফ্লেক্স, মধু আর মেয়নিজ।

এগুলোকে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিয়ে পরিবেশন করুন গ্রিলড চিকেন স্যালাদ।