সুস্থ থাকতে সকলকেই নির্দিষ্ট একটা ডায়েট মেনে চলতেই হবে। সেই তালিকায় যাতে পর্যাপ্ত পুষ্টি থাকে এ ব্যাপারেও নজর দিন

ডায়েট মানেই দামি খাবার নয়। বরং যা কিছু সহজলভ্য তাই রাখুন রোজকারের ডায়েটে

রোজ একবাটি করে স্যালাড খান। কর্নসেদ্ধ, টমেটো কুচি, শসা, পেঁয়াজ, সামান্য গোলমরিচ আর লেবুর রস ছড়িয়ে বানিয়ে নিন

হাতের সামনে যে সব সবজি পাবেন তাই রাখুন ডায়েটে। আলু কম খান। জুকিনি বা রঙিন বাঁধাকপি না খেলেও চলবে

অঙ্কুরিত ছোলা-মুগ খান বিকেলে। টমেটো, শসা, পেঁয়াজ আর লেবুর রস দিয়ে বানান স্প্রাউট চাট

টিফিনে খান স্যান্ডউইচ। শসা, পেঁয়াজ, টমেটো, কর্ন, ক্যাপসিকাম আর সামান্য মেয়োনিজ দিয়ে বানিয়ে নিতে পারেন