আমন্ড আর পেস্তা কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন।
ওটস ও ফ্ল্যাক্স সিড আলাদা আলাদাভাবে মিক্সিতে গুঁড়ো করে নিন।
এবার খেজুরের দানা বাদ দিয়ে খেজুরগুলো পিষে নিন।
এবার একটি পাত্রে ওটস ও ফ্ল্যাক্স সিড গুঁড়ো মেশান।
এতে খেজুরের মিশ্রণটি দিয়ে ভাল করে মেখে নিন।
ওটস, ফ্লাক্স সিড ও খেজুরের এই মিশ্রণটিতে আমন্ড ও পেস্তা কুচি দিয়ে মন্ড তৈরি করে নিন।
হাতে সামান্য ঘি মাখিয়ে নিতে ওই মন্ড থেকে ছোট ছোট লাড্ডু বানিয়ে নিন।