হেলি শাহ ডেবিউ করলেন ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে
প্রথমদিন কমলা রঙের প্যান্টশুট পরে সকলের সামনে দেখা দেন হেলি
তবে প্রথম রেড কার্পেটে হাঁটার থেকে এখনও পর্যন্ত তিনি হাল্কা রংয়ের পোশাকই বেছে নিয়েছেন। যেমন হাল্কা গোলাপি রঙের এই গাউন।
সাদা রঙের বসি লুকেও তাঁকে মিষ্টি দেখাচ্ছে
হাল্কা সবুজ গাউন ছিল প্রথম রেড কার্পেটের পোশাক। একটি প্রসাধনী সংস্থার মুখ হয়ে হেলির কান চলচ্চিত্র উৎসবে পা রাখা।