স্ট্যাটিস্টা রিসার্চ ডিপার্টমেন্টের সাম্প্রতিক সমীক্ষায় বলা হয়েছে ২০ থেকে ২৯ বছর বয়সের মধ্যে প্রায় ১৬ শতাংশের বেশি মহিলা PCOS-এর শিকার

রোজকার জীবনযাত্রা, হরমোনের পরিবর্তনই এই সমস্যার জন্য দায়ী

PCOS-থাকলে অ্যাংসাইটির সমস্যা হয়। এক্ষেত্রে ভাল কাজ করে ক্যামোমাইল টি

সাইকেল রেগুলার করতে খুব ভাল হল পিপারমিন্ট টি

ওলং টি এর মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। রোজ এক কাপ করে অবশ্যই খান

PCOD এর সমস্যা থাকলে রোজ তুলসি-আদা দেওয়া চা খান। এতে অনেক উপকার পাবেন