চুলের সৌন্দর্যে এই ৫ ভেষজই যথেষ্ট!
আমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ই। চুলের যত্নে ও বৃদ্ধিতে দারুণ উপকারী ভেষজ ফল।
চুলকে ময়েশ্চারাইজিং করতে শ্যাম্পুর আগে অ্যালোভেরার জেল ব্যবহার করুন। এতে রয়েছে ভিটামিন এ, সি, এবং ই।
মাথার ত্বকের প্রদাহ কমাতে, খুশকির প্রবণতা কমাতে ড্যানডেলিয়ন রুট চা হিসেবে পান করুন। দশ দিনের মধ্যে কাজ হবে।
মাথার ত্বকের চুলকানি ও খুশকি হঠাতে মাথার ত্বকে কয়েক ফোঁটা রোজমেরির তেল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ম্যাসাজ করুন। তারপরেই শ্যাম্পু করুন। চার সপ্তাহেই মিলবে ফল।