ত্বককে সুস্থ রাখতে হলে কখনওই ব্লিচ করা উচিত নয়।
ব্লিচ আদতে ত্বকের ক্ষতি করে।
নিয়মিত ব্লিচ করার ফলে ত্বকের চামড়া পাতলা হয়ে যেতে পারে।
ব্লিচে রাসায়নিক পদার্থের কারণে ত্বকে জ্বালাভাব অনুভূত হতে পারে।
ত্বক শুষ্ক হয়ে চামড়া উঠতে শুরু করে।
ব্লিচের কারণে ত্বকে পিগমেন্টেশেনের সম্ভাবনা তৈরি হয়।
এতে ত্বকে অ্য়ালাজির প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।