ঘুরতে যেতে কে না পছন্দ করেন?

তবে অনেকসময়ই ঘোরার পথে বাঁধা হয়ে দাঁড়ায় মোশন সিকনেস

অর্থাৎ বাসে,ট্রেনে, গাড়িতে উঠলেই বমি

কীভাবে মুক্তি পাবেন এই সমস্যা থেকে?

খালি পেটে গাড়িতে উঠবেন না। কিছু খেয়ে যাত্রা শুরু করুন

তবে মাথায় রাখবেন ভারী খাবার খাবেন না

ভ্রমণের সময় তুলসী পাতা চিবিয়ে খান। এতে বমি-বমি ভাব দূর হবে

 সঙ্গে অবশ্যই ওষুধ রাখুন। এবং ট্রেনে-বাসে জানালার ধারে বসার চেষ্টা করুন