ভারতীয় রান্নায় কারি পাতার জুড়ি মেলা ভার।

স্বাদ বাড়ানো ছাড়াও কারি পাতা ওজন কমাতে সাহায্য করে।

কারি পাতার মধ্যে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল রয়েছে।

ইষদুষ্ণ গরম জলে ৫-৬টি কারি পাতা ভিজিয়ে খান।

এছাড়াও আপনি কারি পাতার রস বানিয়ে খেতে পারেন।

ওজন কমানোর জন্য কারি পাতার রস আপনাকে খালি পেটে খেতে হবে।

এক মাস এভাবে কারি পাতা খেলেই দেখবেন ওজন কমে গিয়েছে।