নিজেকে ফিট রাখার জন্য জিম সেশনে বেশি সময় কাটানো, একাধিক বিশেষ ওয়ার্কআউটের পাশাপাশি খাদ্যতালিকাতেও অনেক বদল করেছেন মাহি।  আপনি কী জানেন কোন ডায়েট  মেনে চলেন ধোনি?

ব্রেকফাস্টে কী খান ধোনি? সকাল বেলায় পুস্টিকর নাস্তা দিয়ে দিন শুরু করেন মাহি। ব্রেকফাস্টে মাহির প্লেটে থাকে এক বাটি পোরিজ, ফল, বাদাম এবং এক গ্লাস দুধ।

দুপুরে কী খান ধোনি? মাহি বরাবর বাড়ির খাবারের প্রতি আকৃষ্ট হন। বেশি কার্বোহাইড্রেট ও ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলেন তিনি। ভাত, ডাল, সবজি এই ধরণের সাধারণ খাবার খেয়েই মধ্যাহ্নভোজ সারেন ক্যাপ্টেন কুল।

রাতে কী খান ধোনি? ডিনারে ধোনির পাতে থাকে সবজি, সালাড এবং চাপাটি। কখনও কখনও রাতের বেলায় মাহি তাঁর প্রিয় বাটার চিকেনও খান।

কোন পানীয়ে ভরসা মাহির? ট্রেনিং সেশনের ফাঁকে মাহিকে দেখা যায় প্রোটিন শেক খেতে। শুধু তাই নয়, এনার্জির জন্য বিভিন্ন সময় ফলের রস খান মাহি।

ধোনির ডায়েটে নেই কোন খাবার? মাহির ডায়েটে কোনও জায়গা পায়নি ডিপ ফ্রাই  করা খাবার।