সদ্য ৫০-এ পা দিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর।

এখনও মাস্টার ব্লাস্টার এভারগ্রিন।

সচিনের জন্মদিনে দেশ-বিদেশ থেকে শুভেচ্ছা বার্তার ঢল বয়ে গিয়েছিল।

সম্প্রতি সচিন তেন্ডুলকরের এক আলাদা রূপ দেখা গিয়েছে।

অবসর নেওয়ার পর থেকে  সচিন তেন্ডুলকরের একাধিক প্রতিভাও দেখা গিয়েছে।

সম্প্রতি জনপ্রিয় ইনফ্লুয়েন্সার যশরাজ মুখাটের সঙ্গে সচিনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

সেই ভিডিয়োতে সচিনকে দেখা গিয়েছে ব়্যাপারের ভূমিকায়।

যশরাজের সঙ্গে সচিন 'পচাশ..' বলে একটি ব়্যাপ গানে পারফর্ম করেছেন।

আসলে সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিনে তাঁর জন্য একটি বিশেষ গান বানিয়েছেন যশরাজ।