২০১৮ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল বেলজিয়াম। এ বার কি তার থেকে ভালো ফল করবেন রোবের্তো মার্তিনেজের ছেলেরা?

গ্রুপ-এফ-তে কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়ার সঙ্গে রয়েছে বেলজিয়াম

বেলজিয়াম দলে রয়েছেন তিন গোলকিপার। থিবো কুর্তোয়া, সিমন মিগনোলেট, কোয়েন কাস্টিলস। নিশ্চিতরূপে বেলজিয়ামের প্রথম পছন্দের গোলকিপার থিবো

বেলজিয়ামের মিডফিল্ড এক্কেবারে সাজানো। অ্যালেক্স উইটসেল, থর্গ্যান হ্যাজার্ড, কেভিন ডি ব্রুইনরা ভরসা দেওয়ার জন্য রয়েছেন

বেলজিয়ামের জার্সিতে সব চেয়ে বেশি ম্যাচে খেলা রোমেলু লুকাকু  এ বার স্কোয়াডে রয়েছেন।  যদিও মেডিক্যালি তিনি আনফিট

বেলজিয়ামের কোচ হলেন রোবের্তো মার্তিনেজ