গ্র্যান্ড স্লামের ইতিহাসে সিঙ্গলসে সেভাবে দাগ কাটতে পারেননি সানিয়া কিন্তু, ডাবলস ও মিক্সড ডাবলসে ছটি গ্র্যান্ডস্যাম জিতেছেন সানিয়া।
বর্তমানে তাঁর র্যাঙ্কিং ৬২। লম্বা কেরিয়ারে মোট ৪৩টি খেতাব জিতেছেন সানিয়া। ডাবলসে তাঁর জয়ের শতাংশ ৬৯.৪ %
মেয়েদের ডাবলসে ২০১৫ সালে উইম্বলডন ও ফরাসি ওপেন এবং ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছিল সানিয়া মির্জা।
মিক্সড ডাবলসে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফরাসি ওপেন ও ২০১৪ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন সানিয়া।
২০১৫ সালের ১৩ এপ্রিল প্রকাশিত র্যাঙ্কিংয়ে এক নম্বর হয়েছিলেন ভারতীয় টেনিস সুন্দরী।