চেন্নাই সুপার কিংস আসন্ন দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে কিনেছে জোহানেসবার্গ
জো'বার্গ দলের মাধ্যমে সিএসকে শিবিরে ফিরেছেন ফাফ দু'প্লেসি এবং কোচ স্টিফেন ফ্লেমিং
সিএসএ টি-২০ লিগের জন্য জো'বার্গ সুপার কিংস সই করিয়েছেন প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ দু'প্লেসিকে
ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মইন আলিও রয়েছে সিএসকে ফ্র্যাঞ্চাইজির এই দলে
তিন বিদেশি কোটায় শ্রীলঙ্কার মহেশ থিকশানাকেও দলে নিয়েছে জো'বার্গ সুপার কিংস
ক্যারিবিয়ান তারকা রোমারিও শেফার্ডও রয়েছেন জোহানেসবার্গ দলে
আসন্ন সিএসএ টি-২০ লিগের জন্য আনক্যাপড প্লেয়ার হিসেবে জো'বার্গ সই করিয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজিকে