লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে এই মরসুমে খেলতে চলেছেন লোকেশ রাহুল। নতুন দলের নতুন নেতা কেএল রাহুল আসন্ন আইপিএলে সব থেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হতে পারেন। ২০২০ সালে এই টুপি পেয়েছিলেন তিনি।

লোকেশ রাহুল

ক্যাপ্টেন্সির চাপমুক্ত বিরাট কোহলি আরসিবির জার্সিতে আসন্ন মরসুমে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেন। ২০১৬ সালের আইপিএলে কমলা টুপি পেয়েছিলেন বিরাট কোহলি। 

বিরাট কোহলি

গত মরসুমে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির দলের তরুণ তুর্কি ঋতুরাজ গায়কোয়াড়। আসন্ন আইপিএলের আগেও আশা করা হচ্ছে এই মরসুমেও কথা বলবে ঋতুর ব্যাট। চোট সারিয়ে সিএসকে শিবিরে অনুশীলনে যোগ দিয়েছেন ঋতু। 

ঋতুরাজ গায়কোয়াড়

 কলকাতা নাইট রাইডার্সের গত মরসুমে খেলা শুভমন গিল এ বার রয়েছেন আইপিএলের নতুন দল গুজরাত টাইটান্সে। ওপেনার গিল আসন্ন আইপিএলে সব থেকে বেশি রান করে কমলা টুপির মালিক হতে পারেন। টপ অর্ডারে গিল নিজের দায়িত্ব বেশ যত্ন সহকারেই পালন করেন।

শুভমন গিল

 কেকেআরের নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। দিল্লি ক্যাপিটালসে খেলার সময় বেশ ভালো ফর্মেই দেখা যেত শ্রেয়সকে। নতুন দলে এসে নতুন দায়িত্ব পেয়ে শ্রেয়সের ব্যাট কেমন পারফর্ম করে সেদিকে নজর থাকবে। তবে তিনিও আসন্ন মরসুমে অরেঞ্জ ক্যাপ জেতার অন্যতম দাবিদার।

শ্রেয়স আইয়ার

 দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ দু'প্লেসি গত মরসুমে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন। এই মরসুমে তিনি আরসিবির হয়ে খেলবেন এবং দলকে নেতৃত্বও দেবেন। নতুন দলে তাঁর ব্যাট থেকে রানের ফুলঝুরির অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। তিনিও আইপিএল-১৫-র কমলা টুপি দখল করতে পারেন।

ফাফ দু'প্লেসি

 গত মরসুমে রাজস্থান রয়্যালসের দলগত পারফরম্যান্স ভালো না হলেও, ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের ব্যাট একাধিক ম্যাচে জ্বলে উঠেছিল। নতুন মরসুমে নতুন শুরু করে অরেঞ্জ টুপিতে ভাগ বসাতে পারেন পিঙ্ক আর্মির ক্যাপ্টেন।

সঞ্জু স্যামসন

 মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা রেখেছে ঈশান কিষাণের ওপর। মুম্বইয়ের ওপেনার আসন্ন মরসুমে ব্যাট হাতে চমক দেখানোর জন্য তৈরি। ফলে আইপিএল-১৫-র কমলা টুপির লড়াইয়ে থাকতেই পারেন ঈশান।

ঈশান কিষাণ

 সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ডেভিড ওয়ার্নার। তাঁর পুরনো দল দিল্লিতে ফিরেছেন ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের হয়ে আসন্ন মরসুমের রানের বন্যা বইয়ে দিয়ে অরেঞ্জ ক্যাপ নিয়ে যেতে পারেন এই অজি তারকা ওপেনিং ব্যাটার।

ডেভিড ওয়ার্নার 

 দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে যথেষ্ট সফল শিখর ধাওয়ান এ বারের আইপিএলে খেলবেন পঞ্জাব কিংসের জার্সিতে। নতুন দলে গিয়ে টুর্নামেন্টের সব থেকে বেশি রান সংগ্রহকারী ব্যাটার যদি হয়ে যান ধাওয়ান তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

শিখর ধাওয়ান