হাতের উপর সারাদিন কত অত্যাচার হয়। তার খেয়াল রাখবেন না?

বাসন মাজা, কাপড় কাচা, ঘরে-বাইরের যাবতীয় কাজ সামলাতে হয় একা হাতে। সুতরাং, হাতের যত্ন নিতেই হবে।

আর হাতের যত্ন নিতে গেলে মাসে একবার ম্যানিকিওর করলে চলবে না, রোজ হ্যান্ড ক্রিম ব্যবহার করতে হবে।

আমাদের মুখের থেকে আগে হাত বুড়িয়ে যায়। হাতের চামড়া কুঁচকে যায়। একে প্রতিরোধ করতে হ্যান্ড ক্রিম মাখুন।

হ্যান্ড ক্রিম হাতের চামড়াকে ময়েশ্চারাইজ রাখে। এতে হাত কোমল ও নরম থাকে।

হাতের কোনও অংশ কেটে গেলে সংক্রমণের ভয় থাকে। সেই ভয় দূর করতে রোজ হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।

অ্যালোভেরা, নারকেল তেল, মধুর মতো প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ হ্যান্ড ক্রিম আপনার হাতকে কোমল রাখবে।