রূপচর্চার অবিচ্ছেদ্য অংশ গোলাপ জল। এই গোলাপ জল আপনি বাড়িতেও বানাতে পারেন।

তাজা গোলাপ ফুল নিয়ে তার পাপড়ি ছাড়িয়ে নিন এবং হালকা গরম জলে ধুয়ে নিন।

সসপ্যানে ডিসটিলড ওয়াটার নিন। এতে গোলাপের পাপড়ি মিশিয়ে দিন।

এবার এই মিশ্রণটি অল্প আঁচে রেখে গরম করুন।

অন্তত ৩০ মিনিট এই মিশ্রণটি গরম করুন। দেখবেন জলের রং গোলাপি হয়ে যাচ্ছে।

গোলাপ জল তৈরি হয়ে গেলে ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে নিন।

টোনার হিসেবে আপনি এই গোলাপ জল সকাল-বিকাল ব্যবহার করতে পারেন।