স্লিপ মাস্ক অর্থাৎ যে মাস্ক মুখে লাগিয়ে আপনি ঘুমিয়ে পড়তে পারেন।

স্লিপ মাস্ককে ওভারনাইট মাস্কও বলা হয়। এটি দেখতে যদিও ময়েশ্চারাইজারের মতোই হয়।

তবে স্লিপ মাস্ক অন্যান্য ফেস মাস্কের চেয়ে বেশ আলাদা।

স্লিপ মাস্ককে নাইট ক্রিম হিসেবেও ব্যবহার করা যায়।

এটি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে দেওয়া কাজ করে। এতে ত্বক সারাদিন হাইড্রেটেড থাকে।

রোজ স্লিপ মাস্ক ব্যবহার করলে ব্রণ দূর হবে এবং বলিরেখার সমস্যা কমবে।

স্লিপ মাস্ক ব্যবহারের আগে ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং করে নিন।