অনেক সময় ভুলভাবে চুল আঁচড়ানোর জন্যও চুল পড়তে থাকে।

রোজ চুল আঁচালেও সঠিক নিয়ম অনেকেরই অজানা। ঘন-ঘন চুল আঁচড়ালেই চলে না।

বারবার চুল আঁচড়াবেন না। সময় নিয়ে ধৈর্য্য ধরে দু-তিনবার চুল আঁচড়ালেই যথেষ্ট।

কিন্তু চুল আঁচড়ানোর সময় তাড়াহুড়ো করলে চলবে না। এতে চুলের গোড়া আলগা হয়ে যায়।

প্রথমে চুলের জট ছাড়িয়ে নিন। তারপর চুলে চিরুনি চালান। এতে চুল পড়ার সম্ভাবনা কমে যায়।

ভেজা চুলে কখন চুল আঁচড়াবেন না। প্রথম চুল শুকিয়ে নিন, তারপর চুল আঁচড়ান।

ভেজা অবস্থায় চুলের কিউটিকল নরম থাকে, চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়।