রেস্তরাঁয় বিরিয়ানির সঙ্গে রায়তা পরিবেশন করা হয়।
স্বাদের দিক দিয়ে এই রায়তা লাজবাব।
কিন্তু এই রায়তা স্বাস্থ্যের দিক দিয়ে কতটা উপকারী?
টক দই দিয়ে তৈরি রায়তা হজমে সাহায্য করে।
রায়তায় শসা, পেঁয়াজ ব্যবহার করা হয় যা এই খাবারের পুষ্টিগুণ বাড়ায়।
বিরিয়ানির সঙ্গে রায়তা খেলে খাবার দ্রুত হজম হয়ে যাবে।
বিরিয়ানির মতো মশলাদার খাবারেও বদহজম হবে না।