বাড়িতে বসে কীভাবে চুলে হাইলাইটারের রঙে ব্লিচ করবেন, তা দেখে নিন
লেবুর রসের সমপরিমাণ জল মিশিয়ে চুলের যেখানে হাইলাইট করবে, সেখানে প্রয়োগ করুন। তারপর অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রাখুন।
চুলের ওই জায়গায় গরম কিছু দিতে স্ট্রেটনার প্রয়োগ করতে পারেন। এরপর ঈষদুষ্ণ জলে শ্যাম্পু করে নিন।
চুলের হাইলাইটের জন্য চায়ের লিকার ব্যবহার করুন। ক্যামোমাইল টি ব্যাগে গরম জলে ডুবিয়ে রাখুন বেশ কিছুক্ষণ।
লিকার গাঢ় হলে চুলের গোছায় প্রয়োগ করুন। অ্য়ালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে রাখুন।
স্ট্রেটনার ব্যবহার করার পর শ্যাম্পু করুন। হালকা লালচে রঙ ধরবে চুলে।