উত্তর-পূর্বের অন্যতম সেরা হিল স্টেশন অরুণাচল প্রদেশের জিরো।
ভারতের স্কটল্যান্ড। বর্ষায় গ্রিন কার্পেটের উপর দিয়ে ঘুরে বেড়াতে চাইলে চলে যান কুর্গে।
বরফে ঢাকা শ্রীনগর দেখেছেন, কিন্তু বৃষ্টিস্নাত ভূস্বর্গের অপরূপ দৃশ্য কখনও ভোলার নয়।
প্রকৃতির অপার দান। জলপ্রপাত, জলে ভেজা সবুজ আবরণ, আপনাকে বারবার হাতছানি দেবে সিমলা।
রাজস্থানের মাউন্ট আবুতে অবস্থিত দিলওয়ারা জৈন মন্দির দেখতে ভুলবেন না যেন।
বৃষ্টিভেজা দার্জিলিংয়ের শোভা যেন আরও মোহময়ী হয়ে ওঠে।