Fill in some text
৭৫তম কান চলচ্চিত্র উৎসবের প্রথম লুক হিনা খানের।
দ্বিতীয়বার তিনি আমন্ত্রিত উৎসবে।
সুন্দর এই লাল ড্রেসে তাঁকে সত্যিকারের স্টার বলে উল্লেখ করেছেন ভক্তকুল।
শনিবার ছিল গ্লোডেন গাউন পোশাক। এই পোশাকে বেশ কিছু পোজ দিয়ে ছবি ভাগ করতেই ভক্তকুলের হৃদয়ে আগুন লাগিয়েছেন হিনা
তবে সব ভাল হয় না সবসময়। ভারতীয় প্যাভিলনে তাঁকে টেলিবিশন অভিনেতা বলে ডাকা না হওয়ায় ক্ষুব্ধ নায়িকা।